Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

আমাদের অর্জন সমূহ:

  1. টিসিবিকে শক্তিশালী করার জন্য আইন সংশোধন করে অনুমোদিত মূলধন ৫ কোটি হতে ১,০০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
  2. নিজস্ব গুদামের ক্ষমতা ৯,৫৭০ মেঃটন হতে ১৫,০৮০ মেঃটনে বৃদ্ধি করা হয়েছে।
  3. নিজস্ব গুদামসহ মোট ধারণ ক্ষমতা ২৫,৬৬৬ মেঃটন ।
  4. চট্টগ্রামে ৮,০০০ মেঃটন ধারণ ক্ষমতার গুদাম নির্মাণ করা হয়েছে।
  5. রংপুর এবং মৌলভীবাজারে গুদাম নির্মাণের জন্য যথাক্রমে ০.৯৩ একর ও ১.৫০ একর জমি অধিগ্রহণ করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে।
  6. ডিলার সংখ্যা ১৪০ জন হতে ২,৮০০ জনে বৃদ্ধি করা হয়েছে।
  7.  টিসিবির জনবল ২২৫ হতে ২৭৫ জনে উন্নীত করা হয়েছে।
  8.  টিসিবি ভবনে ৪৫০ আসন বিশিষ্ট অডিটরিয়াম নির্মাণ করা হয়েছে।
  9. টিসিবি ভবন ৮ তলা হতে ১২ তলায় উন্নীত করা হয়েছে।
  10.  বরিশাল, রংপুর, মৌলভীবাজার ও ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে।
  11.  সেবা সহজীকরণের জন্য প্রধান কার্যালয়ে wi-fi সুবিধা চালু করা হয়েছে।
  12. ই-ফাইলিং ও ই-জিপি কার্যক্রম চালু করা হয়েছে।
  13. সকল আঞ্চলিক কার্যালয়ে ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে।