Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে:

টিসিবির কার্যাবলীঃ

(ক) সময় সময় সরকারের নীতিমালা অনুসারে সকল দেশ থেকে কিংবা সকল দেশে মালামাল, পণ্যদ্রব্য, সামগ্রী আমদানি এবং রপ্তানির ব্যবসা পরিচালনা করা;

[সময় সময় সরকারের নির্দেশনা অনুসারে জরুরী পণ্যদ্রব্যের পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলা এবং মজুদ রাখা]

(খ) ইহা দ্বারা [এবং স্থানীয়ভাবে ক্রয় করা] আমদানিকৃত মালামাল, পণ্যদ্রব্য, উপাদান সামগ্রী বিক্রয় এবং বিতরণের ব্যবস্থা করা এবং এই ব্যাপারে সময় সময় সরকারি নির্দেশনার অধীনে এই উদ্দেশ্যে ডিলার/এজেন্ট নিয়োগ করা এবং অন্য কোন কিছু করা; এবং

(গ) এই দফার সাথে সম্পর্কিত অন্যান্য কাজ কর্ম করা এবং এই দফায় উল্লিখিত বিষয়ের সহায়ক কোন কাজ কর্ম করা।

 এছাড়াও বাজারে পণ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি’র গুরুত্ব অপরিসীম। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনগণের স্বার্থেই টিসিবি‘র ন্যায় একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা কার্যকর থাকা একান্ত আবশ্যক। সে গুরুত্ব অনুধাবন করেই বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরপরই টিসিবিকে সক্রিয় ও শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।